মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এবারও রংপুরে সর্বোচ্চ করদাতা হলো দুইভাই তৌহিদ-তানবীর জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তফার সাথে মহানগর জাতীয় হকার্স শ্রমিক পার্টির সৌজন্য স্বাক্ষাত জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তফার সাথে সদর উপজেলা জাতীয় পার্টির সৌজন্য স্বাক্ষাত জাতীয় সংসদ নির্বাচনে মিঠাপুকুর (রংপুর-৫) আসনে জাপার প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন আনিছুর রহমান আনিস রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাজু সাধারণ সম্পাদক মাজহার নির্বাচিত অসত্য সংবাদ অপসারণের দাবি জাতীয় পার্টির শারর্দীয় দূর্গা পূজা উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনে আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে অস্ত্র ও মাদকসহ মেরিল সুমন, ব্ল্যাক রুবেলসহ পাঁচ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। প্রধানমন্ত্রী তনয়া সায়মা ওয়াজেদের ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন মার্কিট প্রেসিডেন্ট জো বাইডেন: পররাষ্ট্র মন্ত্রী। লালমনিরহাটে এক সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ।
পীরগাছায় জাল খতিয়ান করায় চার জন কে জেল হাজতে প্রেরণ

পীরগাছায় জাল খতিয়ান করায় চার জন কে জেল হাজতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক

রংপুরের পীরগাছায় খতিয়ান জালিয়াতি করে দলিল সম্পাদন করায় নজরুল ইসলাম, আত্তাব মৃধা, জরিনা খাতুন, ফজলুল হককে জেল হাজতে প্রেরণ করেছে পীর গাছা আমলি আদালত -৩ এর বিচারক আবু হেনা

মামলা সূত্রে যানা যায়, আইন মান্যকারী গরীব অসহায় ব্যক্তি। অপর পক্ষে আসামীগণ সকলেই প্রতারক, ধান্দাবাজ, ভূমি দস্যু, জাল জালিয়াতকারী চক্রের সদস্য হইতেছেন বটে । নালিশী জমির মালিক ছিলেন আঃ মতিন মিঃ আঃ মতিন ভোগদখল করাবস্থায় গত ২৫/০৪/১৯৮৮ইং তারিখ ৪৫২০ নং কবলা দলিল মূলে নালিশী সম্পত্তি জনাব মোঃ শাহাদৎ হোসেন খান এর বরাবরে বিক্রয় ও হস্তান্তর করিয়া চিরতরে নিঃস্ববান হন। উক্ত শাহাদৎ হোসেন খান নালিশী সম্পত্তিতে ভোগদখল করা বস্থায় ডাহার নামে আর.এস খতিয়ান নং ৫৫৬ প্রচারিত প্রকাশিত হয়। উক্ত শাহাদৎ হোসেন খান নালিশী সম্পত্তি ভোগদতখল করা অবস্থায় গত ১৯/০৯/২০১৯ ইং তারিখ ৬৪৪৩/১৯ নং কবলা দলিল মূলে নালিশী সম্পত্তি প্রার্থী বরাবরে বিক্রয় ও হস্তান্তর করেন।
নালিশকারী নালিশী সম্পত্তি ক্রয় করিয়া ভোগদখল করতঃ হালসনতক খাজনাদি পরিশোধ করিয়া আসিতেছেন। ১নং হইতে ৮ নং আসামীগণ পরস্পর যোগসাজসে আর,এস খতিয়ান নং ৫৫৬ এর মতো দেখতে হুবহু একখানা জাল আর.এস খতিয়ান তৈরী করিয়া ২-৪নং আসামীকে উক্ত জাল খতিয়ানের অংশীদার দেখাইয়া নালিশকারীর মালিকানাধীন ও ভোগদখলীয় শতক জমি গত ১৬/০৯/২০২০ ইং নিম্ন তফশীল বর্ণিত ৯৩৯ দাগে ১১।
তারিখ রংপুর জেলার পীরগাছা উপজেলা সাব রেজিস্ট্রার অফসে ২ হইতে ৪নং

মামলায় আরও বলা হয়েছে, আসামীগণের দ্বারা সম্পাদিত ৫৫০৮/২০২০ নং কবলা দলিল মূলে ১, ৭ ও ৮নং আসামীগণ কৌশলে নালিশী সম্পত্তি লিখিয়া নেয়। যাহাতে আসামীগণ দাতা গ্রহিতা সাক্ষী ও সনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেন। নালিশকারী গত ০১/১১/২০২০ ইং তারিখ উক্ত দলিলের বিষয়ে ২নং সাক্ষীর মাধ্যমে জানিতে পারিয়া গত ১৫/১১/২০২০ইং তারিখ উক্ত দলিলের জাবেদা নকল তুলিয়া বিষয়টি নিশ্চিত হন। আসামীগণ সকলেই পরস্পর যোগসাজসে উপজেলা সাব রেজিস্ট্রার অফিস পীরগাছা রংপুরে ঘটনার দিন অর্থাৎ গত ১৬/০৯/২০২০ইং তারিখ ৫৫০৮/২০২০নং দলিল সম্পাদনের সময় মিথ্যা বিকৃতি প্রদান, জাল খতিয়ান নং-৫৫৬, দাখিল ও মালিক না হইয়াও মালিক পরিচয় প্রদান করিয়া ও সহযোগিতা করিয়া রেজিস্ট্রেশন আইন ১৯০৮ এর ৮২ ধারার অপরাধ করিয়াছে। ঘটনার সাক্ষী আছে। সাক্ষীগণ বিচারকালে বিজ্ঞ আদালতে ঘটনা প্রমাণ করিবেন। উল্লেখ থাকা আবশ্যক যে, আসামীগণ উপরোক্তক= খতিয়ান নং-৫৫৬ এবং হুবহু একটি জাল খতিয়ান প্রস্তুত করায় তাহাদের বিরুদ্ধে পীরগাছা থানার মামলা নং-০২, তারিখ-০৪/১১/২০২০ইং ধারাঃ ৪২০/ ৪৬৫/ ৪৬৬/ ৪৬৭/ ৪৬৮/ ৪৭১/ ১০৯ যাহার জি.আর-২৩০/২০ বিজ্ঞ আদালতে বিচারাধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023
Developed BY Rafi IT