বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এবারও রংপুরে সর্বোচ্চ করদাতা হলো দুইভাই তৌহিদ-তানবীর জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তফার সাথে মহানগর জাতীয় হকার্স শ্রমিক পার্টির সৌজন্য স্বাক্ষাত জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তফার সাথে সদর উপজেলা জাতীয় পার্টির সৌজন্য স্বাক্ষাত জাতীয় সংসদ নির্বাচনে মিঠাপুকুর (রংপুর-৫) আসনে জাপার প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন আনিছুর রহমান আনিস রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাজু সাধারণ সম্পাদক মাজহার নির্বাচিত অসত্য সংবাদ অপসারণের দাবি জাতীয় পার্টির শারর্দীয় দূর্গা পূজা উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনে আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে অস্ত্র ও মাদকসহ মেরিল সুমন, ব্ল্যাক রুবেলসহ পাঁচ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। প্রধানমন্ত্রী তনয়া সায়মা ওয়াজেদের ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন মার্কিট প্রেসিডেন্ট জো বাইডেন: পররাষ্ট্র মন্ত্রী। লালমনিরহাটে এক সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ।
দেশের চার সিটি কর্পোরেশন ও সিরাক-বাংলাদেশ এর যৌথ আয়োজনে নগর যুব কাউন্সিল বিষয়ক নির্দেশিকা অনলাইন কর্মশালা অনুষ্ঠিত।

দেশের চার সিটি কর্পোরেশন ও সিরাক-বাংলাদেশ এর যৌথ আয়োজনে নগর যুব কাউন্সিল বিষয়ক নির্দেশিকা অনলাইন কর্মশালা অনুষ্ঠিত।

নিউজ ডেক্সঃ
বাংলাদেশের জাতীয় উন্নয়ন নীতিসমূহ তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সুযোগ নিশ্চিত করেছে, ফলে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে তরুণদের সম্পৃক্ততা থাকবে। তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ সেবার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের চারটি শহরে (ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, নারায়ণগঞ্জ) নগর যুব কাউন্সিল গঠন করার উদ্দেশ্যে সিরাক-বাংলাদেশ জাতিসংঘের ইউএনডিইএফ ও ইউএনহ্যাবিটেটএর সহায়তায় দুই বছরব্যাপী Advancing Engagement by Setting Up Urban Youth Councils in Bangladesh  শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে। তারই প্রেক্ষিতে, পরবর্তী কার্যক্রম অনুসারে, গত ২৮ই আগস্ট, ২০২২ চারটি সিটি কর্পোরেশন (ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, নারায়ণগঞ্জ) ও সিরাক-বাংলাদেশ এর যৌথ আয়োজনে অনলাইনে আনুষ্ঠানিকভাবে নগর যুব কাউন্সিল বিষয়ক নির্দেশিকা কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভা সঞ্চালনায় ছিলেন সিরাক-বাংলাদেশ এর সহকারী পরিচালক (প্রোগ্রাম) মোঃ সেলিম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ইউসুফ আলী। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিরাক- বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম সৈকত। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন চারটি সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং সাংবাদিকবৃন্দ।
উক্ত কর্মশালায় জাতীয় পর্যায়ে চারটি সিটি কর্পোরেশনের (নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী) প্রধান নির্বাহী কর্মকর্তা, কাউন্সিলর ও বেসরকারী উন্নয়ন কর্মকর্তাবৃন্দ এবং ২০০ জন টাস্ক ফোর্স সদস্যরা নগর যুব কাউন্সিল গাইডলাইল চূড়ান্তকরণের জন্য তারা তাদের বিভিন্ন মতামত প্রদান করেন। উল্লেখ্য নগর যুব কাউন্সিল নির্দেশিকাটি পূর্বে চারটি সিটি কর্পোরেশনের অধীনে গাইডলাইন বিষয়ক কর্মশালায় টাস্ক ফোর্স সদস্যদের মতামতের ভিত্তিতে তৈরী করা হয় এবং গাইডলাইন বিষয়ক পরামর্শমূলক সভায় সরকারী ও বেসরকারী উন্নয়ন কর্মকর্তাবৃন্দদের মতামতের ভিত্তিতে খসড়া চূড়ান্ত করা হয়। পরবর্তীতে নগর যুব কাউন্সিল বিষয়ক নির্দেশিকা নীতিমালা চারটি সিটি কর্পোরেশন সমূহের মাননীয় মেয়রের নিকট হস্তান্তর করা হয়।
নগর যুব কাউন্সিল প্রকল্পের মাধ্যমে নগরের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণের লক্ষ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের মধ্যে থেকে প্রতিনিধি মনোনয়ন ও নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচিত করে তাদের কথা, মতামত ও দাবিসমূহ সিটি কর্পোরেশনের কাছে প্রাতিষ্ঠানিকভাবে উপস্থাপন করবে যা টেকসই উন্নয়নের জন্য এবং তরুণদের নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে উপযুক্ত ভূমিকা রাখবে। প্রকল্পটির অধীনে তরুণদের দ্বারা নির্বাচিত যুব কাউন্সিলর হিসাবে নগর যুব কাউন্সিলে যোগদানের মাধ্যমে সিটি কর্পোরেশনে মেয়রের তত্ত্বাবধানে নগরের উন্নয়ন কার্যক্রমে যুবদের পরামর্শ প্রদান, অংশগ্রহণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় উদ্বুদ্ধ করবে এবং প্রকল্পটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা- ১১ ও ১৬ (SDG-11& SDG-16) অর্জনে বাংলাদেশ সরকারকে সহায়তা করবে। এছাড়াও প্রকল্পটির মাধ্যমে রংপুর সিটি কর্পোরেশনের সাথে সম্মিলিতভাবে নগর যুব কাউন্সিলের নির্দেশিকা তৈরি, কাউন্সিল গঠন, যুব ভোটার তালিকা তৈরি এবং তালিকাভুক্ত যুবদের মধ্যে হতে নগর যুব কাউন্সিলর (প্রতিটি সিটি কর্পোরেশনে ২০ জন যুব কাউন্সিলর) নির্বাচন করা হবে। প্রস্তাবিত এই কাউন্সিল জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে যথাক্রমে Bangladesh Urban Youth Councils Network এবং World Urban Youth Councils Network এর সদস্যপদ গ্রহনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে তরুণদের সম্পৃক্ততা ও দক্ষতা উন্নয়নে কাজ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিরাক -বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার নাহিদুর রাহমান, প্রোগ্রাম অ্যাসোসিয়েট মোঃ শাহাদাত হোসেন শাহিন, রংপুর বিভাগীয় সমন্বয়কারী তিথি মজুমদার, রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মাহমুদুল হাসান শিশির, সিরাক- বাংলাদেশ এর নারায়ণগঞ্জ সিটির প্রতিনিধি নবী নেওয়াজ সাকিব এবং টাস্ক ফোর্স সদস্যবৃন্দ।
ধন্যবাদান্তে
নাহিদুর রহমান নাহিদ
প্রোগ্রাম অফিসার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023
Developed BY Rafi IT