রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন।

তিনি জানান, মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ করা, হলফনামায় কোন ত্রুটি না থাকা, মামলা সংক্রান্ত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পার্টির প্রত্যয়নপত্র সঠিক থাকায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুর সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২৯ নভেম্বর।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, মনোনয়নপত্র জমার শেষ দিন মঙ্গলবার পর্যন্ত মোট ২৭৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে মেয়র পদে ১০ জন, ৩৩টি সাধারণ কাউন্সিলর পদে ১৯৮ জন এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী রয়েছেন।